পাতৌদি পরিবারের ছোট মেয়ে সোহা আলী খান প্রেমিক কুনাল খেমুর সঙ্গে গত কয়েক বছর ধরেই লিভ টুভেদার করছেন। তার পরও খুব দ্রুতই বিয়ে করছেন না তিনি। সোহার বয়স এখন ৩৪ বছর। তবে ভাই সাইফ আলী খানের পরামর্শ এখনই বিয়ে করার দরকার নেই সোহার। তিনি জানান, সাইফ বলছেন, বিয়ে হচ্ছে অনেক কঠিন একটি অঙ্গীকার। ৪০ বছর বয়সের আগে তুমি এটার জন্য সত্যিকার অর্থে নিজেকে তৈরি করতে পারবে না। মা যখন আমাদের বিয়ে নিয়ে তার সঙ্গে কথা বলে তখন সে মাকেও এটা বলে।
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুনসুর আলী খান পাতৌদি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সন্তান সাইফ ও সোহা। পাঁচ বছরের সম্পর্কে শেষে গত বছর কারিনাকে বিয়ে করেন সাইফ। বর্তমানে সাইফের বয়স ৪২। এটা সাইফের দ্বিতীয় বিয়ে।
তবে শর্মিলা চান এখনই বিয়ে করুক সোহা। তিনি বলেন, আমার মা প্রত্যেক দিনই বলে যে, আমার বিয়ে করা উচিত। কিন্তু বিয়ে করলে এখন আমার ২০টি সন্তান থাকত। মা আমাকে সব সময় বলে, বিয়ে করো, বিয়ে করো। এটা বলতে বলতে তিনি ক্লান্ত, বিরক্ত।
-সূত্র: জিনিউজ।
COMMENTS