মাওনায় পলমল গ্রুপের একটি পোশাক কারখানায় আগুন লাগার প্রায় ১০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত ৯টি মরদেহ উদ্ধারের দাবি করেছে জেলা প্রশাসন। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে…এরা হলেন, এজিএম রাশেদুজ্জামান মণ্ডল এবং চার কর্মী নাইম, রাজু, খলিল ও জুলহাস। এরই মধ্যে রাশেদুজ্জামান এবং নাইমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার পরিচালক এমদাদ হোসেন জানিয়েছেন, আগুন লাগার সময় কারখানাটিতে ১৩৫ জনের মতো শ্রমিক থাকার কথা। সন্ধ্যার দিকে মাওনার বেরাইদেরচালা এলাকার পলমল গ্রুপের আসওয়াদ নামের পোশাক কারখানাটির দ্বিতীয় তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জেলা প্রশাসন সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে। এ কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
এদিকে, কারখানা কর্তৃপক্ষ নিহতদের ক্ষতিপূরণ ও দাফন বাবদ প্রাথমিকভাবে জনপ্রতি ত্রিশ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে।
COMMENTS