শ্রীপুর উপজেলার পৌর মুক্ত মঞ্চে একই জায়গায় বিএনপি ও ছাত্রলীগ সমাবেশ আহবান করেছে। ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে তারা সমাবেশের ডাক দেয়। উভয় দলই যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে সমাবেশের ডাক দিয়েছে বলে দাবী করছে। এ নিয়ে শ্রীপুরে চাপা উত্তেজনা বিরাজ করছে।
শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ জানান, শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে শ্রীপুর পৌর মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকায় মহাসমাবেশ নিষিদ্ধের প্রতিবাদ ও তত্বাবধায়ক সরকারের দাবীতে এ সমাবেশ আহবান করা হয়েছে। যে কোনো মূল্যে এ সমাবেশ বাস্তবায়ন করা হবে।
এদিক, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকির জানান, আগামী ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারী পার্ক উদ্বোধন ও গাজীপুরে সমাবেশ করবেন। ওই সমাবেশের প্রস্তুতি হিসেবে ২৫ অক্টোবর যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শ্রীপুর পৌর মুক্তমঞ্চে দিনব্যাপী ছাত্র সমাবেশ আহবান করা হয়েছে। ইতোমধ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান জানান, ২৪ অক্টোবর দুপুর একটার সময় ছাত্রলীগ লিখিত আবেদন জানিয়ে অনুমতি নিয়েছে। পৌরসভা থেকে চলে আসার পর বিকেল চারটার দিকে পৌর বিএনপির সভাপতি কাজী খান লিখিত আবেদন নিয়ে পৌর অফিসে যান। তাদেরকে আলোচনার মাধ্যমে বিশৃঙ্খলা এড়িয়ে কর্মসুচী পালনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিক, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকির জানান, আগামী ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারী পার্ক উদ্বোধন ও গাজীপুরে সমাবেশ করবেন। ওই সমাবেশের প্রস্তুতি হিসেবে ২৫ অক্টোবর যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শ্রীপুর পৌর মুক্তমঞ্চে দিনব্যাপী ছাত্র সমাবেশ আহবান করা হয়েছে। ইতোমধ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান জানান, ২৪ অক্টোবর দুপুর একটার সময় ছাত্রলীগ লিখিত আবেদন জানিয়ে অনুমতি নিয়েছে। পৌরসভা থেকে চলে আসার পর বিকেল চারটার দিকে পৌর বিএনপির সভাপতি কাজী খান লিখিত আবেদন নিয়ে পৌর অফিসে যান। তাদেরকে আলোচনার মাধ্যমে বিশৃঙ্খলা এড়িয়ে কর্মসুচী পালনের পরামর্শ দেওয়া হয়েছে।
COMMENTS