আগামী ৩১ অক্টোবর বৃহস্পতিবার গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী জনসভাকে সফল করার লক্ষ্যে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শামসুল আলম প্রধানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুলের পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এম পি।
বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ, গাজীপুর জেলা কৃষকলীগের সভাপতি আকবর আলী চৌধুরী, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, আমীর হামজা, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট শহিদুল আলম, সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান জামান, শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান, গাজীপুর জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক জাহিদুল আলম রবিন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকির ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় প্রধান অতিথি আগামী ৩১ অক্টোবরের জনসভাকে সফল করার জন্য কোন্দল ও ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
COMMENTS