১৮ দলীয় জোটের ডাকা টানা তিন দিনের হরতালের প্রথম দিনে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে।
আগুনে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়। বরমী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর মোড়ল জানান, সকাল বেলা বিএনপির একটি হরতাল মিছিল বরমী বাজার এলাকায় প্রদক্ষিন করে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আসলে হরতাল সমর্থকরা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
COMMENTS