তানজিদ আশরাফ, শ্রীপুর থেকেঃ শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামে এক নিরীহ বৃদ্ধের সাড়ে ১৭ শতাংশ বসতভিটা জোরপূর্বক দখল করে নিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র।
২২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে টিনের সীমানা প্রাচীর দিয়ে ভেতরে রড ও কংক্রিটের প্রাচীর নির্মাণ করছে দখলকারী ডিবিএল শিল্প গ্রুপের লোকজন। দখলের শিকার ওই বৃদ্ধ মৃত কিতাব আলীর ছেলে আতাব উদ্দিন(৬৫)।
২২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে টিনের সীমানা প্রাচীর দিয়ে ভেতরে রড ও কংক্রিটের প্রাচীর নির্মাণ করছে দখলকারী ডিবিএল শিল্প গ্রুপের লোকজন। দখলের শিকার ওই বৃদ্ধ মৃত কিতাব আলীর ছেলে আতাব উদ্দিন(৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েক মাস যাবত স্থানীয় একটি প্রভাবশালী চক্র তার ওই জমিটিুকু দখলের চেষ্টা করে আসছে। মঙ্গলবার বিকেলে আপসের কথা বলে চক্রটি তার পরিবারের সকল সদস্যদের বাড়িতে ডেকে নেয়। এসময় তার বাড়ির ভাড়াটিয়াদের একটি অংশ বাড়ির বাইরে ও একটি অংশ বাড়ির ভেতরে ছিল। ওই অবস্থায় স্থানীয় গাজীপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার করম আলীর ভাড়াটিয়া লোকজন বৃদ্ধের বাড়ির চারদিকে টিনের সীমানা প্রাচীর নির্মাণ করে। তড়িঘড়ি করে ওই প্রাচীরের ভেতর দিয়ে রড ও কংক্রিটের সীমানা প্রাচীর নির্মাণের কাজ চালানো হচ্ছে।
![]() |
আতাব উদ্দিন |
সাংবাদিকেরা আসার খবর শুনে আতাব উদ্দিন কৌশলে ভেতর থেকে বাইরে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন। আতাব উদ্দিন সাংবাদিকদের জানান, প্রভাবশালীরা তাকে এক কোটি ত্রিশ লাখ টাকা দেওয়ার কথা বলে একটি স্ট্যাম্পে তার স্বাক্ষর নেয়। আগামী ১৫ দিন পর তাকে ওই টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। ভয়ে বিমর্ষ আতাব উদ্দিন আতা আরো জানান, টাকা পরিশোধ না করা পর্যন্ত ভাড়াটিয়াসহ তাকে ওই বাড়িতে থাকার সিদ্ধান্তও দেয় প্রভাবশালীরা। বাইরে চলাফেরার জন্য সীমানা প্রাচীরের মাঝখানে একটি গেট রাখার কথাও ছিল। কিন্তু তাও রাখা হয়নি। সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রভাবশালীরা তাকে জোর করে আবার সীমানা প্রাচীরের ভেতরে নিয়ে যায়।
অপর একটি সুত্র জানায়, দখলের ব্যাপারে রিপোর্ট না করার জন্য স্থানীয় সাংবাদিকদের ম্যানেজ করতে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মহসিনুল কাদির তিন লাখ টাকার বিনিময়ে দায়িত্ব নেন। ওসি সব মিডিয়া বন্ধ রাখার অভয় দিলে মঙ্গলবার করম আলী মেম্বারের নেতৃত্বে প্রভাবশালীরা জায়গাটি দখলে নেয়।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মহসিনুল কাদির জানান, তিনি বিষয়টির ব্যাপারে কিছুই জানেন না। বিষয়টি ওই বৃদ্ধার সাথে আপসের মাধ্যমে করা হয়েছে বলে দাবী করেন। এসময় তিনি সাংবাদিকদের তার অফিসে চা পানের দাওয়াত করেন।
COMMENTS