গতকাল সোমবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় শ্রীপুর থানা পুলিশের কর্মকান্ড নিয়ে কঠোর সমালোচনা করলেন ইউপি চেয়ারম্যানরা।
গাজীপুর ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন একটি আত্মহত্যা মামলায় ২ ইউপি সদস্যকে আসামী করায় পুলিশের সমালোচনা করে বক্তব্য উপস্থাপন করেন। পরে কাওরাইদ ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল, বরমী ইউপি চেয়ারম্যান রাজ্জাক বেপারী, মাওনা ইউপি চেয়ারম্যান ফজলুল হক, গোসিংগা ইউপি চেয়ারম্যান খন্দকার আসাদুজ্জামান একই সুরে পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেন এবং ইউপি চেয়ারম্যানকে না পেয়ে বাড়ি থেকে তার স্কুল পড়–য়া ছেলেকে গ্রেপ্তার করায় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান। তাছাড়াও আইন শৃঙ্খলা কমিটিতে শ্রীপুর রেঞ্জ অফিসের যোগসাজসে বন ভূমি জবর দখল করে বাড়িঘর নির্মান করায় বন রক্ষাকল্পে উপজেলা প্রশাসন হতে তড়িৎ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মহসিনুল কাদির আইন শৃঙ্খলা মিটিংয়ে বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতেই চলবে। পরিস্থিতি মোকাবেলার কারণে মামলা নিতে হয়েছে। কেউ নির্দোষ থাকলে তাকে চুড়ান্ত প্রতিবেদনে বাদ দেয়া হবে। তাছাড়া আইন শৃঙ্খলা মিটিংয়ে নির্বিঘ্নে সারদীয় দূর্গা পূজা উদযাপন, ঈদুল আযহার সময় হাইওয়ে সড়কে যানজট নিরসন প্রসঙ্গেও আলোচনা করা হয়।
উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ের সভাপতি সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম ভূইয়া ইউপি চেয়ারম্যানদের ক্ষোভের মুখে জানান, অদ্যকার বিষয়টি রেজুলেশনে উত্থাপনসহ পরবর্তী উন্নয়ন কমিটির মিটিংয়ে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি সভায় আগত পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদকসহ সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
COMMENTS