শ্রীপুরে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে ২ শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইন্দ্রপপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ক্ষেত মালিক শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানা ইন্দ্রবপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে কৃষক সাইফুল ইসলাম ৩-৪ বিঘা জমিতে পাঁচ শতাধিক সাগর কলা ও সবরী কলার চারা রোপন করেছেন। প্রতিটি কলা গাছেই এখন ফল ধরতে শুরু করেছে। মঙ্গলবার গভীর রাতে কে বা কারা পূর্ব শত্র“তার জের ধরে ওই কলা বাগানের ২০০ কলা গাছ কেটে ফেলেছে। এ ব্যাপারে জমির মালিক সাইফুল ইসলাম নিজে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বাগানের মালিক সাইফুল ইসলাম জানান প্রতিদিনের মত গতকাল সন্ধ্যায় বাজার থেকে এসে কলা বাগান ঘুরে ঘুরে দেখে বাড়িতে চলে যাই। ভোরে এলাকার লোক জন আমাকে এই ঘটনার খবর দিলে বাগানে গিয়ে প্রাই ২০০ কলা গাছ কাটা অবস্থায় দেখতে পাই।
কৃষক সাইফুল এ ঘটনার পর আতঙ্কে আছেন।তিনি জানান তার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
COMMENTS