৭৪৫ ও ৭৪৬ নং যমুনা আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবীতে শ্রীপুর রেলস্টেশনে মানববন্ধন করেছে এলাকাবাসী।
৮ অক্টোবর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় স্টেশনের প্লাটফরমে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধন
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার হারুন অর রশীদ জানান, ৭৪৫ ও ৭৪৬ যমুনা আন্তনগর ট্রেনটি ঢাকা থেকে জামালপুর যাতায়াত করে। অনেক আগে থেকেই শ্রীপুরের যাত্রীরা ট্রেনটির যাত্রাবিরতির দাবী জানিয়ে আসছে। শ্রীপুরের যাত্রীদের কাছে এ ট্রেনের অনেক চাহিদা রয়েছে। যাত্রাবিরতির দাবীতে যাত্রীরা মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মানববন্ধনে অংশ নেন শ্রীপুর বাজার ব্যবসায়ী, বণিক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শেষে তারা একই দাবীতে প্লাটফরম এলাকায় বিক্ষোভ মিছিল করে। এসময় বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাত্রা করা অপেক্ষমান যাত্রীরাও এতে অংশ নেন।
COMMENTS