সোমবার ঢাকা বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট খেলায় গাজীপুর জেলার শ্রীপুর মডেল প্রাথমিক বিদ্যালয় ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে।
খেলার নির্ধারিত সময়ে মুন্সিগঞ্জ জেলার মাঠপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে ১-১ গোলে ড্র করে। এরপর অতিরিক্ত সময়েও একই ফলাফল থাকায় ট্রাইব্রেকারে মুন্সিগঞ্জ জেলার মাঠপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-৫ গোলে পরাজিত করে শ্রীপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বিভাগীয় চ্যাম্পিয়ন হয়। বেসরকারী চ্যানেল এটিএন বাংলায় সরাসরি স¤প্রচারিত হয়। খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথেই শ্রীপুরের পৌরশহরে আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ীর মধ্যে মিষ্টি বিতরন হয় এবং আনন্দ মিছিল করে।
এদিকে খেলায় স্কুল চ্যাম্পিয়ন হওয়ায় গাজীপুর-৩ আসনের এমপি এড. মো: রহমত আলী, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, ভাইস চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ, শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব মো: আনিছুর রহমান, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের সভাপতি আলহাজ্ব এড. জামিল হাসান র্দুজয়, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এড. সামছুল আলম প্রধান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. জাকির হোসেন খান মামুন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির, শ্রীপুর মিজানুর রহমান খান ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ ফকির মো: আনোয়ার হোসেন, পৌর আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, পৌর আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি এড. কাজী খান, শ্রীপুর উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি কৃষাণ লাল চৌহান, শ্রীপুর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো: মনিরুল হাসান মন্ডল, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন মিয়া শুভেচ্ছা জানান।
COMMENTS