পলাশ প্রধান, টঙ্গী থেকেঃ শিল্পনগরী টঙ্গীতে চলাচলের প্রধান সড়ক ও ফুট ওভার ব্রীজগুলো দখল করে গড়ে উঠেছে অসংখ্য মার্কেট। এতে জন ও যান চলাচলে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হচ্ছে। প্রতিদিন যানজট নিরসনে এসব রাস্তা ও ফুটওভার ব্রীজ দখলে প্রভাবশালীরা জড়িত থাকায় প্রশাসন এগুলো উচ্ছেদ করতে সাহস পাচ্ছে না। রাস্তা দখল করে মার্কেট বসানোর কারণে স্থানীয় রেলওয়ের ফ্লাইওভার ব্রীজটিরও সুফল পাচ্ছেনা এলাকার জনগণ।
টঙ্গী-কালীগঞ্জ সড়কের টঙ্গী স্টেশন রোড বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার উত্তর পাশে ফলের মার্কেট ও টেম্পু স্ট্যান্ড এবং দক্ষিণ পাশে মাছ ও কাঁচা বাজারের কারণে ঐ সড়কে প্রায়ই যানজট লেগে থাকে। রাস্তার উভয় পাশে মার্কেট ও টেম্পু স্ট্যান্ডের কারণে রাস্তাটি সংকোচিত হয়ে পড়ায় ঐ রোডে প্রায়ই যানজট লেগে থাকে। ফলে পথচারী ও এলাকাবাসী চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের স্বীকার হন। তবে বেশি দুর্ভোগের স্বীকার হয় স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। বিষয়টি কারো বোধগম্য নয়। স্থানীয় রেলওয়ে লেভেল ক্রসিং ওভার ব্রিজের প্রবেশ মুখ থেকে প্রায় ৫০০ গজ দূরে এই মার্কেট ও টেম্পু স্ট্যান্ডের কারণে জনগণ ওভার ব্রীজের সুফল থেকে বঞ্চিত হচ্ছে।
অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের টঙ্গী বাজার, চেরাগ আলী মার্কেট ও গাজীপুরা বাস স্ট্যান্ডে এলাকায় রাস্তার উপর ডিজিটাল মার্কেট বসানোর কারণে এই তিনটি পয়েন্টে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। আবার টঙ্গী বাজার ও ষ্টেশন রোড ফুটওভার ব্রীজের প্রায় অর্ধেক অংশ দখল করে গড়ে উঠেছে হকারের ডিজিটাল মার্কেট। এ কারনে ওভার ব্রিজ দুটিতে প্রায়ই যানজট লেগে থাকে। এতে যে কোন সময়ও দুর্ঘটনা ঘটতে পারে।
ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে আলাপ করে জানা গেছে, সরকার দলীয় স্থানীয় প্রভাবশালী নেতারা থানা হকার্স লীগ নেতাদের মধ্যস্থতায় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের অগ্রিম ও দৈনিক ভাড়া ভিত্তিক এসব ডিজিটাল মার্কেট বসিয়েছে।
COMMENTS