পলাশ প্রধান, টঙ্গী প্রতিনিধি: বিরোধীদল হরতালের নামে সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও পোড়াও এর প্রতিবাদে আজ রোববার সকালে টঙ্গী থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি টঙ্গী নতুন বাজার আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে টঙ্গী-কালীগঞ্জ সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটা গেইট প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি, টঙ্গী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রজব আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মতিউর রহমান মতি, শ্রমিক নেতা একেএম গিয়াস উদ্দিন, মতিউর রহমান বি.কম, জাহিদ আল মামুন, শাহীন আহমেদ মিশু, কাইয়ুম সরকার, বিলাল হোসেন মোলা, ছাত্রলীগ নেতা শফি আহম্মেদ শফি, যুবলীগ নেতা আল-আমিন, হুমায়ুন কবির বাপ্পি, কাজী রাব্বি হাসান শুভ, প্রিন্স প্রমুখ।
এদিকে সকাল ১০টার দিকে পূবাইল মীরের বাজার এলাকায় ছাত্রলীগের উদ্যোগে টঙ্গী-কালীগঞ্জ সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করেন।
পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মাষ্টারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, মো. আশরাফুল আলম, মো. ফারুক হোসেন, মঈন মোলা, কাউছার, নাঈম, আল-আমিন, মেহেদী, রাজিব, আশিক, উত্তম প্রমুখ। পরে গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মো. ফারুক হোসেনের নের্তৃত্বে সভাটি সমাপ্তি ঘটে।
অপরদিকে দুপুরে টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেইট এলাকা থেকে কলেজ ছাত্রলীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দিপ, টঙ্গী কলেজ ছাত্রলীগ নেতা জাহিদুল কবির আনোয়ার, রাশেদুল ইসলাম টিটু, হানিফুর রহমান, খোরশেদ আলম, মাহবুবুল আলম শান্ত প্রমুখ।
এদিকে সকাল ৮টার দিকে টঙ্গী সরকারি কলেজ গেইট এলাকায় বিএনপি ও জামায়াত-শিবির নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় গাজীপুর প্রতিনিধি চ্যালেন ২৪, মাই টিভির সাংবাদিকসহ ১৫ জন আহত হয়।
COMMENTS