টঙ্গীতে হরতালে পিকেটিং করার সময় পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সরকারি কাজে বাঁধা দেয়ার অপরাধে ৯ পিকেটারকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিট্রেট আ.ন.ম বদরুদ্দোজা জানান, টঙ্গী কলেজ গেট এলাকায় আজ রবিবার সকালে পিকেটাররা পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ অভিযোগে ৯ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিন করে বিনাশ্রমের কারাদণ্ডাদেশ প্রদান করে। দণ্ডপ্রাপ্তরা হলেন—গাজীপুরের টঙ্গীর মনির হোসেন (৫০), মোতালেব মিয়া (৫০), চান মিয়া (৫০) ও সজীবকে (১৮) ২মাস করে, শেরপুরের মো. বশির (২৩), মাদারীপুরের মনির মাদবর (২২) ও ময়মনসিংহের মোজাফ্ফর হোসাইনকে (২৫) ৭ দিন করে এবং টঙ্গীর আবুল বাশার (৪৮), ও মীর মোয়াজ্জেম হোসাইন (২৭) ।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. মোহসীন জানান, হরতালে পুরো জেলায় ৮ জন ম্যাজিস্ট্রেট বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে নিয়োজিত রয়েছেন।
COMMENTS