পলাশ প্রধানঃ টঙ্গী এরশাদনগর এলাকার বর্ষন সিনেমা হলের সামনে মঙ্গলবার দুপুরে পরপর বেশকয়েকটি ককটেল নিক্ষেপ ও ৫টি গাড়ি ভাঙচুর করেন দুর্বৃত্তরা।
ঘটনাস্থলে পুলিশ গেলে হামলাকারীরা টঙ্গীর এরশাদনগরের চানখির টেকের দিকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে দেখলাম গাজীপুর মহানগরের ৪৯নং ওয়ার্ডের সাবেক যুবদলের ক্রীড়া সম্পাদকের নের্তৃত্বে ১৫/২০ জন নেতাকর্মী নিয়ে ৮টি গাড়ি ভাঙচুর করে পুলিশ আসার সাথে সাথে পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে ছিলেন লিপু(২৮), জামাল(২৫) ও আক্তার(২৫)।
এব্যাপারে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
COMMENTS