পলাশ প্রধান, টঙ্গী প্রতিনিধিঃ
তুরাগ নদী বেদখল মুক্ত করতে আজ বৃহস্পতিবার টঙ্গী বাজার এলাকায় ৩৩টি ভ্রাম্যমান দোকান ও হোটেল উচ্ছেদ করা হয়েছে।
তুরাগ নদী বেদখল মুক্ত করতে আজ বৃহস্পতিবার টঙ্গী বাজার এলাকায় ৩৩টি ভ্রাম্যমান দোকান ও হোটেল উচ্ছেদ করা হয়েছে।
বেলা এগারটায় টঙ্গী মডেল থানা পুলিশের সহযোগীতায় টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদী তীরে অবৈধভাবে গড়ে উঠা ৩৩ টি দোকান ও হোটেল উচ্ছেদ করা হয়। একপর্যায়ে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা বাঁধা সৃষ্টি করে। তারা সরকারি জমিতে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর অনুমতি দাবি করেন। রফিক হোটেলের মালিক মোঃ রফিক, চায়ের দোকানদার মোতালেব, রাজিবসহ কয়েকজন ব্যবসায়ী ঈদের পূর্বে এভাবে দোকান উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করে তাঁরা গাজীপুরঅনলাইন.কমকে বলেন, উচ্ছেদের পূর্বে তাদের কোন রকম সময়ও দেওয়া হয়নি।
গাজীপুর জেলা নির্বাহী হাকিম মোঃ মমিনুর রশিদের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়ে।
COMMENTS