মহানগরীর টঙ্গীর মিলগেইট এলাকায় প্রতিপক্ষের গুলিতে শাহাদাৎ হোসেন রনি (২৬) নামে এক ডিস ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার ভোরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বারইখালী গ্রামের মুজিবুর রহমানের ছেলে। রনি মিলগেইট নামারবাজার এলাকায় রমজান আলীর বাড়িতে ভাড়া থাকতের।
শনিবার রাতে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকা থেকে রিকশায় চড়ে রনি তার এক কর্মচারীকে সঙ্গে নিয়ে বাসায় ফেরার পথে নামারবাজার এলাকায় বাসার কাছে পৌঁছলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। বুকে গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলেই রনি মারা যায়।
ডিস ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
টঙ্গী থানার ইন্সপেক্টর আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে রনির মা শাহনাজ বেগম বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেছেন।
COMMENTS