পলাশ প্রধানঃ টঙ্গীতে থানা আওয়ামীলীগের কার্যালয়ে আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে ৩ টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে দুজন আহত হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের টঙ্গী এলাকায় শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু থেকে কে বা কারা পাশে অবস্থিত টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয় লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে। ককটেল গুলো বিস্ফোরিত হলে সেখানে অবস্থানকারী টঙ্গী থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বজলুর রহমান ও ৫০ নং ওয়ার্ড মহিলালীগের নেত্রী ফেরদৌসি আহত হন। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে।
স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের টঙ্গী এলাকায় শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু থেকে কে বা কারা পাশে অবস্থিত টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয় লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে। ককটেল গুলো বিস্ফোরিত হলে সেখানে অবস্থানকারী টঙ্গী থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বজলুর রহমান ও ৫০ নং ওয়ার্ড মহিলালীগের নেত্রী ফেরদৌসি আহত হন। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে।
স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের জানান, তিনি একটি সামাজিক অনুষ্ঠানে যোগদানের সময় মোবাইলে তিনি ঘটনা জানতে পেরেছেন।
টঙ্গী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছে। সেখান থেকে আলামত হিসাবে একটি বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী থানা আওয়ামীলীগ ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
COMMENTS