বাজেট অনুমোদন নিয়ে চলমান আর্থিক সংকট এবং অচলাবস্থা খুব বেশি দিন চললে বহির্বিশ্বে আমেরিকার আধিপত্য কমতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
ইন্দোনোশিয়া সফররত কেরি শনিবার আরো জানান, সংকটের ফলে ইরানে নিষেধাজ্ঞা এবং ইসরাইলে ‘প্রতিরক্ষা অর্থ ব্যয় প্রকল্প’ হুমকির মুখে পড়েছে।
ইন্দোনোশিয়া সফররত কেরি শনিবার আরো জানান, সংকটের ফলে ইরানে নিষেধাজ্ঞা এবং ইসরাইলে ‘প্রতিরক্ষা অর্থ ব্যয় প্রকল্প’ হুমকির মুখে পড়েছে।
পরিস্থিতির ভয়াবহতা ব্যখ্যা করে জন কেরি বলেন, যখন আমরা নিজেদের কার্যক্রম নির্ধারণে একমত হতে পারি না তখন আন্তর্জাতিক মহলে আমেরিকাকে কিভাবে দেখা হবে তা একবার ভেবে দেখুন।
এই অবস্থা চলতে থাকলে তার পরিণতির বিষয়ে কেরি বলেন, এটা দীর্ঘায়িত হলে বা এর পুনরাবৃত্তি ঘটলে বর্তমান অবস্থান ধরে রাখতে আমেরিকার সামর্থ্য নিয়ে ভাবতে শুরু করবে মানুষ।
এশিয়া- প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনে যোগ দিতে জন কেরি বর্তমানে ইন্দোনেশিয়া সফর করছেন। অর্থের অভাবে আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়া সফর বাতিল করার পর পররাষ্ট্রমন্ত্রী কেরি ইন্দোনেশিয়া সফর করছেন।
কেরি জানান, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমেরিকার সম্পৃক্ততা কমছে। হাজার হাজার বিদেশী শ্রমিক কাজ বন্ধ হওয়ায় দেশে ফিরে গেছে। অনেকে কাজ করলেও বেতন পাচ্ছেন না।
অচলাবস্থার কারণে আমেরিকার পররাষ্ট্র দফতরের কর্মকাণ্ডে প্রভাব পড়ছে জানিয়ে তিনি বলেন, রাজস্ব বিভাগ কার্যালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ (ফরেন অ্যাসেট কন্ট্রোল) শাখার প্রায় সব কর্মী কাজ হারিয়েছেন। এ শাখা থেকেই ইরানের মতো দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞার কার্যকারিতা তদারক করা হয়।
কংগ্রেসে নতুন বাজেটে ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর গত মঙ্গলবার আমেরিকায় অপরিহার্য না এমন সব সরকারি কার্যক্রম বন্ধ করে দেয় দেশটির সরকার।
সংকটের কারণে আমেরিকা- ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য সমঝোতা স্থগিত করা হয়েছে।
তবে এই মতপার্থক্যের মাধ্যমে আমেরিকার গণতন্ত্র শক্তিশালী হচ্ছে বলে জানান কেরি।
কেরি বলেন, আমাদের গণতন্ত্র কতোটা শক্তিশালী তার একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে কংগ্রেসে রিপাবলিকানদের সঙ্গে চলমান বিতর্কের মাধ্যমে।
কেরি আরো বলেন, অতীতের যেমন কোনো খারাপ সময় বেশিদিন স্থায়ী হতে পারেনি এবারো পারবে না। এশিয়ার ব্যাপারে আমেরিকার অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলেও উল্লেখ করেন কেরি।
এছাড়া অচলাবস্থা চললে ইসরায়েলকে প্রতিরক্ষা সহযোগিতার অর্থ এবং সিনাই উপদ্বীপে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন শান্তিরক্ষা মিশনে তহবিল সরবরাহ বিলম্বিত হতে পারে বলে জানান তিনি।
আমেরিকার সেবা খাত সংক্রান্ত বিল কংগ্রেসে অনুমোদন না হওয়ায় গত ১ এপ্রিল মধ্যরাত থেকে দেশটির কেন্দ্রীয় সরকারের সেবা খাতের অনেক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে আরো অনেক কার্যক্রম। সূত্র: বিবিসি, ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল।
COMMENTS