পলাশ প্রধান, টঙ্গী প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় বাড়িওয়ালীসহ ৫জনকে কুপিয়ে জখম করেছে বাড়ির ভাড়াটিয়ে প্রতিবেশী বখাটে খবির উদ্দিনসহ তার ভাড়া করা সন্ত্রাসীরা।
গতকাল সোববার সন্ধ্যায় উত্তরা সেক্ট্রর-৪, রোড নং- ১৫, বাড়ি- ১৩ নাম্বারের নিজ বাসায় এ ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হন- ফারজানা(২২), শিরিনা(৩৮), আফিয়া(৩৫), শামীয়ারা(৫২) ও লিপিয়ারা(৩৭)। আহতদের গুরুতর অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল সোববার সন্ধ্যায় উত্তরা সেক্ট্রর-৪, রোড নং- ১৫, বাড়ি- ১৩ নাম্বারের নিজ বাসায় এ ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হন- ফারজানা(২২), শিরিনা(৩৮), আফিয়া(৩৫), শামীয়ারা(৫২) ও লিপিয়ারা(৩৭)। আহতদের গুরুতর অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে ঘটনায় গুরুতর আহত ফারজানা জানায়, গত বেশ কিছুদিন ধরে ভাড়াটিয়ে প্রতিবেশী বখাটে খবির আমাকে আসা যাওয়ার পথে নানাভাবে বিরক্ত করতো এবং বাড়ির ভাড়া নিয়ে অনেক সময় কথা কাটাকাটি হত। গতকাল আমার বাসার কাজের মেয়ে নিয়ে কথা কাটাকাটি হয়। এই নিয়ে পূর্ব পরিকল্পনা করে আমাকে ও আমার বাসার সকলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দেয়। একপর্যায় বাড়ির সকল ভাড়াটিয়া ঘটনাস্থলে আসলে আমাদেরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে খবির উদ্দিনকে আটক করেন উত্তরা পূর্ব থানা পুলিশ।
এবিষয়ে ফারজানার খালা (বাড়ির মালিক) বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও উর্ধ্বতন পুলিশ প্রশাসনের সহায়তার সে অনেক দিন যাবৎ সন্ত্রাসী করে বেড়াচ্ছে। খবির উদ্দিন এলাকার মধ্যে অনেক অপকর্ম করত। এর আগে আমার বাড়ির ভাড়া নিয়েও কথা কাটাকাটি হইত। এসব বিষয়ে প্রতিবাদ করায় আমার বোনের মেয়ে ফারজানাসহ বাড়ির সকলকে মারধর করেছে।
এব্যাপারে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসান সাথে যোগাযোগ করা হলে তিন বলেন, এবিষয়ে খবির উদ্দিনকে আটক করা হয়েছে। তবে কোন মামলা করা হয়নি।
COMMENTS