আজ শনিবার সারাদেশে পাঁচ মাস থেকে ছয় বছর বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে । এ সময় ছয় থেকে এগার মাসের শিশুরা একটি নীল এবং এক থেকে পাঁচ বছর বয়সীরা একটি লাল ক্যাপসুল খাবে।
এর আগে এ নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, এ বছর প্রায় সোয়া দুই কোটি শিশুকে এ কার্যক্রমে আওতায় আনা হচ্ছে।
এর আগে এ নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, এ বছর প্রায় সোয়া দুই কোটি শিশুকে এ কার্যক্রমে আওতায় আনা হচ্ছে।
সকাল ৮টা এ কর্মসূচি শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো চলবে। সারাদেশে এক লাখ বিশ হাজার স্থায়ী কেন্দ্রের পাশপাশি বিশ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রেও এ সেবা দেয়া হচ্ছে।
COMMENTS