সোনিয়া দেওয়ান প্রীতিঃ এবার বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টিভিতে' প্রচারিত জনপ্রিয় টকশো ‘ভোটের সময়’ এ অংশ নিলো গাজীপুরের প্রধান তিন রাজনৈতিক দলের তিন জন তুখোড় নেতা।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি টিভি চ্যানেল ভিন্ন ভিন্ন আঙ্গিকে সম্ভাব্য প্রার্থীদের মতামত নির্ভর নির্বাচন ও ভোট সম্পর্কিত টকশো প্রচার করে চলেছে। এদের মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টিভি’ দেশের ৬৪ জেলার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ধারাবাহিক ‘ভোটের সময়’ নামে একটি টকশো প্রচার করে আসছে। টকশোটি বাংলাদেশ সময় প্রতিদিন রাত ৮টায় প্রচারিত হয়। এরই ধারাবাহিকতায় এবার ৩১ অক্টোবর বৃহস্পতিবার গাজীপুর জেলার তিন সম্ভাব্য প্রার্থী ও দায়িত্বপূর্ণ নেতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তারা আসন্ন নির্বাচন উপলক্ষে গাজীপুরের উন্নয়ন, ব্যর্থতা, সম্ভাবনা ও রাজনীতির হালচাল নিয়ে আলোচনা করবেন।
এবারের পর্বে অংশ নিয়েছেন সম্ভাব্য প্রার্থী তুখোড় নেতা জাতীয় পার্টির গাজীপুর মহানগরের সদস্য সচিব আলহাজ্ব আশাদ সিদ্দিকী, গাজীপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল।
COMMENTS