নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েও দুর্নীতি, দলীয় কোন্দল, তৃণমূল নেতাদের অবেহলার কারণে দশম নির্বাচনে বাদ পড়েছেন। আর তাদের স্থানে দেয়া হয়েছে নতুন প্রার্থী। তবে বেশ কয়েকজন আবার পরিবারের অন্য সদস্যদের হাতে টিকিট তুলে দিয়েছেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে যারা নৌকার টিকেট পেলেন-
রংপুর বিভাগ
ঠাকুরগাঁও-৩ ইমদাদুল হক, দিনাজপুর-৬ শিবলী সাদিক, নীলফামারী-১ আফতাব উদ্দীন সরকার, নীলফামরী-৩ গোলাম মোস্তাফা, লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আবু সালেহ মো. সাইদ, রংপুর-১ মো. রুহুল আমীন, রংপুর-২ আহসানুল হক ডিউক, রংপুর-৩ চৌধুরী খালেকুজ্জামান, কুড়িগ্রাম-১ আসলাম হোসেন, কুড়িগ্রাম-২ মো. জাফর আলী, কুড়িগ্রাম-৩ মতি শিউলি, গাইবান্ধা-১ বজলুল ইসলাম লিটন, গাইবান্ধা-৩ ইউনুস আলী সরকার।
রাজশাহী বিভাগ
বগুড়া-২ মো. আকরাম হোসেন, বগুড়া-৩ আনছার আলী মৃধা, বগুড়া-৪ রেজাউল আশরাফ জিন্নাহ, বগুড়া-৭ মোস্তাফা আনিস, চাঁপাইনবাবগঞ্জ-১ গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-২ গোলাম মোস্তফা বিশ্বাস, নওগাঁ-৫ আব্দুল মালেক, রাজশাহী-২ বজলুর রহমান, রাজশাহী-৩ আয়েনউদ্দিন আয়েন, নাটোর-১ আবুল কালাম, নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল, সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২ মো. হাবিবে মিল্লাত (মুন্না), সিরাজগঞ্জ-৪ তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৬ হাসিবুল আলম স্বপন, পাবনা-২ খন্দকার আজিজুর রহমান আরজু।
খুলনা বিভাগ
মেহেরপুর-১ ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আব্দুল খালেক, কুষ্টিয়া-৩ মাহাবুবুল আলম হানিফ, কুষ্টিয়া-৪ আব্দুর রউফ, ঝিনাইদহ-৪ আনোয়ারুল আজিম আনা, যশোর-২ মনিরুল ইসলাম, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৬ ইসমত আরা সাদেক, নড়াইল-১ কবিরুল হক মুক্তি, নড়াইল-২ এসএম আশিকুর রহমান, বাগেরহাট-৩ তালুকদার আব্দুল খালেক, খুলনা-১ পঞ্চানন বিশ্বাস, খুলনা-৪ মোস্তফা রশীদি সুজা, খুলনা-৬ শেখ মো. নুরুল হক, সাতক্ষীরা-১ এবিএম নজরুল ইসলাম, সাতক্ষীরা-২ মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ জগলুল হায়দার।
বরিশাল বিভাগ
পটুয়াখালী-৩ আ খ ম জাহাঙ্গীর হোসাইন, ভোলা-২ আলী আজম মুকুল, বরিশাল-১ আবুল হাসনাত আব্দুল্লাহ, বরিশাল-৩ সিরাজ উদ্দীন আহমদ, বরিশাল-৪ পঙ্কজ দেবনাথ, বরিশাল-৫ শওকত হোসেন হিরন, পিরোজপুর-২ ইসহাক আলী খান পান্না।
ঢাকা বিভাগ
টাংগাইল-৩ আমানুর রহমান রানা, টাংগাইল-৫ সানোয়ার হোসেন, জামালপুর-৪ মাওলানা মো. নুরুল ইসলাম, ময়মনসিংহ-২ শরীফ আহমেদ, ময়মনসিংহ-১০ ফাহমি গোলন্দাজ বাবেল, নেত্রকোনা-১ ছবি বিশ্বাস, নেত্রকোনা-২ আরিফ খান জয়, নেত্রকোনা-৩ ইফতেখারুল তালুকদার পিন্টু, কিশোরগঞ্জ-২ অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৩ নাসিরুল ইসলাম, কিশোরগঞ্জ-৪ রেজোয়ান আহমেদ তৌফিক, মানিকগঞ্জ-১ নাইমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, মুন্সিগঞ্জ-৩ অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, ঢাকা-১৯ ডা. এনামুর রহমান, নারায়ণগঞ্জ-৩ মোসারফ হোসেন, নারায়ণগঞ্জ-৪ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ শুক্কুর মাহমুদ, ফরিদপুর-৪ কাজী জাফর উল্লাহ, মাদারীপুর-৩ আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
সিলেট বিভাগ
সুনামগঞ্জ-৪ ব্যারিস্টার এনামুল কবির ইমন, সিলেট-৫ মাসুক উদ্দিন আহমেদ, মৌলভীবাজার-২ সৈয়দ বজলুল করিম, হবিগঞ্জ-১ গাজী মো. শাহনেওয়াজ , হবিগঞ্জ-৪ মাহবুব আলী।
চট্টগ্রাম বিভাগ
ব্রাহ্মণবাড়িয়া-২ উম্মে নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়া-৩ উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫ সাইদুর রহমান বাদল, চাঁদপুর-২ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-৪ শামসুল হক ভুইয়া, ফেনী-১ খায়রুল বশর মজুমদার, ফেনী-২ নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ মো. আবুল বাশার, নোয়াখালী-১ কেএম ইব্রাহীম, নোয়াখালী-২ মোরশেদ আলম, নোয়াখালী-৬ আয়েশা ফেরদৌস, লক্ষ্মীপুর-২ এহসানুল কবির জগলু, লক্ষ্মীপুর-৩ শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ মো. আব্দুল্লাহ, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৩ এবিএ মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ দিদারুল আলম, চট্টগ্রাম-৫ ইউনুস করিম চৌধুরী, চট্টগ্রাম-১২ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, কক্সাবাজার-৩ কানিজ ফাতেমা।
প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর নির্বাচন কমিশন (ইসি) ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করে।
COMMENTS