আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য গঠিত নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভার নতুন সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করবে মন্ত্রীপরিষদ বিভাগ।
এদিকে পুরোনোদের মধ্যে নিজ নিজ দায়িত্বে অপরিবর্তিত রয়েছেন আবুল মাল আবদুল মুহিত অর্থ মন্ত্রণালয়, মতিয়া চৌধুরী কৃষি, সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার, এ কে খন্দকার পরিকল্পনা এবং ওবায়দুল কাদের যোগাযোগ ও জিএম কাদের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বেই রয়েছেন। শাজাহান খান নৌ পরিবহন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, মুজিবুল হক রেল ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এছাড়া দপ্তর পূনর্বন্টন করা হয়েছে আবুল হাসান মাহমুদ আলী পররাষ্ট্র, শামসুল হক টুকুকে প্রতিমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
অপরদিকে বাদ পড়েছেন মহীউদ্দীন খান আলমগীর, দীপু মনি, আব্দুর রাজ্জাক, খন্দকার মোশাররফ হোসেন, আ ফ ম রুহুল হক, এডভোকেট সাহারা খাতুন, রাজিউদ্দিন আহমেদ রাজু, রমেশ চন্দ্র সেন, ফারুক খান প্রমুখ। আনোয়ার হোসেন মঞ্জু প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যোগ দিচ্ছেন। এর আগে নতুন উপদেষ্টা হিসেবে জিয়াউদ্দিন বাবলু দায়িত্ব পেতে যাচ্ছেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ পেয়েছেন শিল্প ও ভূমি মন্ত্রণালয়, আমির হোসেন আমুকে দেয়া হয়েছে গণপূর্ত, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন পেয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে দেয়া হয়েছে বেসামরিক বিমান মন্ত্রণালয়, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে পানিসম্পদ মন্ত্রনালয় এবং রওশন এরশাদকে দেয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে সালমা ইসলাম পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মুজিবুল হক চুন্নুকে দেয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।
এদিকে পুরোনোদের মধ্যে নিজ নিজ দায়িত্বে অপরিবর্তিত রয়েছেন আবুল মাল আবদুল মুহিত অর্থ মন্ত্রণালয়, মতিয়া চৌধুরী কৃষি, সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার, এ কে খন্দকার পরিকল্পনা এবং ওবায়দুল কাদের যোগাযোগ ও জিএম কাদের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বেই রয়েছেন। শাজাহান খান নৌ পরিবহন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, মুজিবুল হক রেল ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এছাড়া দপ্তর পূনর্বন্টন করা হয়েছে আবুল হাসান মাহমুদ আলী পররাষ্ট্র, শামসুল হক টুকুকে প্রতিমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
অপরদিকে বাদ পড়েছেন মহীউদ্দীন খান আলমগীর, দীপু মনি, আব্দুর রাজ্জাক, খন্দকার মোশাররফ হোসেন, আ ফ ম রুহুল হক, এডভোকেট সাহারা খাতুন, রাজিউদ্দিন আহমেদ রাজু, রমেশ চন্দ্র সেন, ফারুক খান প্রমুখ। আনোয়ার হোসেন মঞ্জু প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যোগ দিচ্ছেন। এর আগে নতুন উপদেষ্টা হিসেবে জিয়াউদ্দিন বাবলু দায়িত্ব পেতে যাচ্ছেন।
COMMENTS