রাজীব সরকারঃ কালিয়াকৈর চন্দ্রা এলাকা থেকে রবিবার দুপুরে সাড়ে ৩শ’ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ঠাকুরগাঁওয়ের সদর থানার মাদ্রাসাপাড়া বশির উদ্দিনের ছেলে রমজান আলী(৩০) ও চখদিপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে তোফাজ্জল হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার দুপুর ১টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে ঢাকা মেট্রো চ-১৬-৯৫৬৬ নম্বর একটি ট্রাক তল্লাশী চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় ওই দুই জনকে ট্রাকসহ আটক করা হয়। তারা ঠাকুরগাঁও থেকে ঢাকার দিকে ওই ফেনসিডিল নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক রাজিব ঘটনাটি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের প্রেক্ষিতে ট্রাকটি তল্লাশী করা হলে সাড়ে ৩শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এর সাথে জড়িত থাকায় রমজান আলী ও তোফাজ্জল হোসেনকে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
COMMENTS