হাজারো সমস্যার মধ্যেই বেশ কয়েকটি ক্ষেত্রে প্রতিবেশী ভারতের চেয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। জীবনমানের বিচারে তৈরি করা সমৃদ্ধি সূচক ২০১৩ অনুসারে বাংলাদেশ রয়েছে ১০৩তম অবস্থানে আর ভারত ১০৬তম।
২০১৩ সালের প্রতিবেদন অনুসারে মোটামুটি সব সূচকে ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। প্রসঙ্গত, গত বছরও সূচকে ১০৩তম অবস্থানে ছিল বাংলাদেশ। ভারতের অবস্থান ছিল ১০১তম। গত পাঁচ বছর ধরেই ভারতে অবনতির চিত্র ফুটে উঠেছে সূচকে।
২০১৩ সালের প্রতিবেদন অনুসারে মোটামুটি সব সূচকে ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। প্রসঙ্গত, গত বছরও সূচকে ১০৩তম অবস্থানে ছিল বাংলাদেশ। ভারতের অবস্থান ছিল ১০১তম। গত পাঁচ বছর ধরেই ভারতে অবনতির চিত্র ফুটে উঠেছে সূচকে।
লন্ডনভিত্তিক লেগাটাম ইনস্টিটিউটের এই সমৃদ্ধি সূচকে বিশ্বের মোট ১৪২টি দেশের অবস্থা তুলে ধরা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, নিরাপত্তা ও সুরক্ষাসহ আটটি বিষয়ের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়। এ বছর আমাদের নিকটতম প্রতিবেশীর মধ্যে শ্রীলঙ্কা ও নেপালের অবস্থান যথাক্রমে ৬০তম ও ১০২তম। তালিকায় পাকিস্তান রয়েছে ১৩২তম অবস্থানে। তালিকার শীর্ষে রয়েছে যথাক্রমে নরওয়ে, সুইজারল্যান্ড ও কানাডা। তালিকার সবশেষে রয়েছে মধ্য আফ্রিকার দেশ চাদ।
এদিকে বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ব্যবসাবান্ধব পরিবেশের ক্ষেত্রেও ভারতকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পাশাপাশি চীন, পাকিস্তান ও নেপালকেও যথেষ্ট ব্যবসাবান্ধব হিসেবে উল্লেখ করা হয়।
COMMENTS