আশজাদ রসুল সিরাজী : হরতালের প্রথমদিনে ৪ নভেম্বর সোমবার গাজীপুরের বিভিন্ন স্থানে কয়েকটি গাড়ি অগ্নিসংযোগের ও ভাংচুরের ঘটনা ঘটেছে। পিকটোরদের দেয়া আগুনে মনিরুজ্জামান নামের এক কিশোরকে মারাত্বক অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সে তিনদিন ধরে বেড়ানোর জন্য তার বাবার সঙ্গে ওই কাভার্ড ভ্যানেই ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল পৌনে ১০টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তার মোড়ের কাছে ঢাকা-গাজীপুর সড়কের পাশে পার্কিং করা একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় হরতাল সমর্থকরা। এসময় কাভার্ড ভ্যানে ঘুমিয়ে থাকা ওই কাভার্ড ভ্যানের চালক রমজান আলীর ছেলে মনিরুজ্জামান (১৫) আগুনে মারাত্বক অগ্নিদগ্ধ হয়। আগুনে তার পুরো শরীর জ্বলসে যায়। তাকে আশংকাজনক আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়কাঞ্চনপুর গ্রামে। তার অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
এর আগে ৮টার দিকে ঢাকা ময়মনসিংহ সড়কের চান্দনা চৌরাস্তার দক্ষিণ পাশে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেয় পিকেটাররা। সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় হরতাল সমর্থকরা একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করে। একই সময় চান্দনা চৌরাস্তার কাছে ভোগড়া বাইপাস এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। এ সময় তারা কয়েকটি গাড়ির কাচ ভাংচুর করে। খবর পেয়ে তাদের পুলিশ ধাওয়া দিলে পিকেটাররা পালিয়ে যায়। সকাল সাড়ে সাতটার দিকে টঙ্গী আশরাফ টেক্সটাইল মিলের কাছে ওই সড়কে একটি বাসে আগুন দেয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল পৌনে ১০টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তার মোড়ের কাছে ঢাকা-গাজীপুর সড়কের পাশে পার্কিং করা একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় হরতাল সমর্থকরা। এসময় কাভার্ড ভ্যানে ঘুমিয়ে থাকা ওই কাভার্ড ভ্যানের চালক রমজান আলীর ছেলে মনিরুজ্জামান (১৫) আগুনে মারাত্বক অগ্নিদগ্ধ হয়। আগুনে তার পুরো শরীর জ্বলসে যায়। তাকে আশংকাজনক আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়কাঞ্চনপুর গ্রামে। তার অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
এর আগে ৮টার দিকে ঢাকা ময়মনসিংহ সড়কের চান্দনা চৌরাস্তার দক্ষিণ পাশে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেয় পিকেটাররা। সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় হরতাল সমর্থকরা একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করে। একই সময় চান্দনা চৌরাস্তার কাছে ভোগড়া বাইপাস এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। এ সময় তারা কয়েকটি গাড়ির কাচ ভাংচুর করে। খবর পেয়ে তাদের পুলিশ ধাওয়া দিলে পিকেটাররা পালিয়ে যায়। সকাল সাড়ে সাতটার দিকে টঙ্গী আশরাফ টেক্সটাইল মিলের কাছে ওই সড়কে একটি বাসে আগুন দেয়া হয়।
COMMENTS