গাজীপুরে আজ জনতার ইশতেহার-এর সংলাপ অনুষ্ঠিত হবে। জনতার ইশতেহার একটি সামাজিক উদ্যোগ, যা সারা দেশের মানুষের তৃণমূল পর্যায়ের আশা-আকাঙ্ক্ষার ও দাবিগুলো তুলে ধরার কাজ করছে।
রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে তাদের ইশতেহারে তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষা ও দাবিগুলো বিবেচনা করতে পারে। দৈনিক যুগান্তর, একশনএইড বাংলাদেশ এবং কেয়ার বাংলাদেশ যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সহায়ক ভূমিকা রাখছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনী ইশতেহার একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশ ও মানুষের প্রকৃত উন্নয়নের জন্য এ ইশতেহারে তৃণমূল সাধারণ জনগণের মতামতের প্রতিফলন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ লক্ষ্যে শনিবার সকাল ১০টায় গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজসেবক, ব্যবসায়ী, ছাত্র, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন।
COMMENTS