শনিবার যৌথ আয়োজনে গাজীপুরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০১৩ এবং ৪২তম সমবায় দিবস ২০১৩। এক মঞ্চে অয়োজন করে এ দুটি দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অয়োজন করা হয় গাজীপুর জেলা প্রশাসন নিয়ন্ত্রিত নাট মন্দির অঙ্গনে। যৌথ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহনওয়াজ দিলরুবা খান (উপসচিব)।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান, ছায়াবীথি সোসাইটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আয়েশ উদ্দিন, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আমানত হোসেন খান, যুব উন্নয়ন অধিদপ্তরে উপপিরচালক মো. আ. হামিদ খান প্রমুখ।
প্রধান অতিথি মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, মানুষ একত্রে চেষ্টা করলে সবকিছু সম্ভব তার প্রমাণ মিলেছে সমবায়ীদের কাছ থেকে। সংগঠিত রূপ যে কতদূর যেতে পারে তাও দেখেছি সমবায় সমিতির কার্যক্রমের মাধ্যমে।
প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি যুব ও যুব মহিলাদের উদ্দেশে বলেন, আত্মকর্মী হতে হবে . চাকরির পিছনে যাতে দৌঁড়াতে না হয়, সে জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুব ও যুব মহিলাদেরকে আত্মকর্মী হিসেবে তৈরি করে দেওয়া হবে। এরজন্য অর্থ লাগলে, তার ব্যবস্থা করা হবে এবং এর জন্য প্রশিক্ষণ লাগলে, তারও ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে লক্ষ লক্ষ আত্মকর্মী দেশে তৈরি হয়েছে।
১ নভেম্বর ২০১৩, শুক্রবার জাতীয় যুবদিবস ২০১৩ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভাষণের বরাত দিয়ে মো. জাহিদ আহসান রাসেল এমপি জানান, বর্তমান সরকারের আমলে ৯০ লক্ষ মানুষের চাকরি হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেন।
জাতীয় যুবদিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. জাহিদ আহসান রাসেল এমপি।
এছাড়া সফল সমবায়ীদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন তিনি।
COMMENTS