বিরোধী দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালের সমর্থনে রোববার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ৩টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
তাদের দেয়া আগুনে দাদী-নাতনী অগ্নিদগ্ধ হয়েছে। তাদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের দেয়া আগুনে দাদী-নাতনী অগ্নিদগ্ধ হয়েছে। তাদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- নেত্রকোনার দূর্গাপুর এলাকার শেখ জামাল উদ্দিনের স্ত্রী রহিমা খাতুন (৫০) এবং তার নাতনি সুমি (১০)।
তবে স্থানীয়রা জানিয়েছেন, বাসচালকসহ অগ্নিদগ্ধ আরো কয়েক জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
অগ্নিদগ্ধ রহিমা জানায়, নেত্রকোনার দূর্গাপুর থেকে ঢাকার উত্তরায় যাবার পথে রাত সাড়ে সাতটার দিকে চৌরাস্তা বাইপাস মোড়ে পৌঁছলে দূর্বৃত্তরা বাসের ভিতর ককটেল নিক্ষেপ করে এবং আগুন ধরিয়ে দেয়। এতে তিনি ও তার নাতনিসহ কয়েকজন অগ্নিদগ্ধ হন।
এদিকে চান্দনায় এসে পৌঁছে গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের গাজীপুরের এরিয়া ম্যানেজার ইয়াকুব আলী মাথায় আঘাত পান। তাকে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া বাইপাস এলাকায় আরো একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।
জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা গাড়ি ৩টির আগুন নেভায়।
COMMENTS