হলিউড-বলিউড পার করে এবার ঢালিউডের নায়িকারাও খোলামেলা পোষাকের প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছেন। পশ্চিমা বিশ্বে বাতাস বইতে শুরু করেছে ঢালিউড নায়িকাদের শরীরে। খোলমেলা চরিত্রে মাঝে তারা খুঁজেন শৈল্পিকতা।ছোট পর্দার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বড় পর্দায় তার অভিনীত সিনেমা ‘জীবনঢুলী’ ছবিটি মুক্তির অপেক্ষায়। আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করার কথা চলছে তার।
মিডিয়াতে দেয়া বিভিন্ন সাক্ষাতকারে জ্যোতি বলেন “চলচ্চিত্র অনেক বড় একটা মাধ্যম এবং আমি নিয়মিতই কাজ করে যেতে চাই। ভালো চরিত্রের প্রয়োজনে খোলামেলা দৃশ্যে অভিনয় করতেও আমার কোন আপত্তি নেই। তবে চরিত্রের মাঝে শৈল্পিকতা থাকতে হবে এবং পরিচালক হতে হবে মেধাবী।
বেশ কয়েকটি সিনেমায় কাজ করার কথা চলছে, সবকিছু ঠিক থাকলে অচিরেই বড় পর্দায় নিয়মিত হতে যাচ্ছি।”
COMMENTS