‘প্রশিক্ষিত যুবশক্তি, উন্নয়নের দৃঢ় ভিত্তি’ প্রতিপাদ্য বিষয়ের উপর সারা দেশের মতো গাজীপুরের কালীগঞ্জে পালিত হয়েছে জাতীয় যুব দিবস।
রবিবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মো. নওশের আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী আমিনুর রহমান, সমাজ সেবা অফিসার মো. আমির হোসেন, পরিসংখ্যান অফিসার গোলাম মোস্তফা। অনুষ্ঠানে কালীগঞ্জের শতাধীক প্রশিক্ষিত স্বাবলম্বী যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
COMMENTS