সারা দেশের মতো গাজীপুরের কালীগঞ্জেও ‘বিদ্যুৎ অপচয় রোধ করি, আলোকিত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয়ের উপর জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিস আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদার। অন্যান্যদের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্তি, উপজেলা সমাজসেবা অফিসার মো. আমির হোসেন, আনসার-ভিডিপি অফিসার শহিদুল ইসলাম, এজিএম মো. মিজানুর রহমান ও গ্রাহক সমিতির সভাপতি মো. নুরুল আলম আকন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী বিদ্যুতের ইসি আব্দুল খালেক।
COMMENTS