কালীগঞ্জ থেকে ছিনতাই করে পালানোর সময় মোটরসাইকেলসহ কাজল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
কাজল একই উপজেলার নারগানা গ্রামের ফাইজুদ্দীনের ছেলে।
শুক্রবার ভোর রাত একটার দিকে স্থানীয় নারগানা থেকে আটক করা হয়। এ সময় তার অপর দুই সহযোগী পালিয়ে যায়।
কাজল একই উপজেলার নারগানা গ্রামের ফাইজুদ্দীনের ছেলে।
শুক্রবার ভোর রাত একটার দিকে স্থানীয় নারগানা থেকে আটক করা হয়। এ সময় তার অপর দুই সহযোগী পালিয়ে যায়।
তারা হলেন- একই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে জয়নাল (২২) এবং আলাউদ্দিনের ছেলে রাসেল (২৫)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ভুঁইয়া জানান, রাতে নারগানা-জামালপুর সড়ক থেকে স্থানীয় হাজী রুস্তম আলীর ছেলে রফিকুলের ইসলামের কাছ থেকে ওই তিন যুবক তার পালসার মোটরসাইকেল ছিনতাই করে। মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী নারগানা বাজারে অবরোধ করে কাজলকে আটক করে। এ সময় তার অন্য দুই সহযোগী পালিয়ে যায়। পরে মোটরসাইকেলসহ তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে মোটরসাইকেলের মালিক রফিকুল ইসলাম বাদী হয়ে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
COMMENTS