’সমবায়ে সামাজিক নিরাপত্তা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর জেলার কাপাসিয়ায় শনিবার উপজেলা অডিটরিয়ামে ৪২ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন আলীর সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ মহিদুর রহমান মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এম পি, কৃষিবিদ মুহম্মদ শহীদুল্লাহ, কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মো: সোলায়মান সরকার, উপজেলা ভেটিনিনারী সার্জন ডাক্তার ওসমান গনি , উপজেলা সমবায় অফিসার মো: আতাউর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আইন উদ্দিন আহমেদ, শরীফ মমতাজ উদ্দিন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তাজ উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, সাংবাদিক নূরুল আমীন সিকদার, সমবায়ী সাধন চন্দ্র দাস, আ: বাতেন, মেহেদী হাসান লিটন, কাপাসিয়া ডিগ্রী কলেজের প্রভাষক নজরুল ইসলাম মোক্তার, জাতীয় সাংবাদিক সংস্থা, কাপাসিয়া শাখার সহ সভাপতি শাকিল হাসান, সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক, সদস্য এম এ মোমেন প্রমুখ।
COMMENTS