গাজীপুর সদর উপজেলার লোহাকুড় এলাকার বন থেকে রবিউল ইসলাম (৩৩) নামে এক টিউবওয়েল মিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিউল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চান্দামারী গ্রামের আবুল হোসেনের ছেলে।
রবিউল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চান্দামারী গ্রামের আবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে জয়দেবপুর থানার চক্রবর্তী ফাঁড়ির পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে শুক্রবার দুপুরে মর্গে পাঠিয়েছে।
চক্রবর্তী ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রবিউল লোহাকুড় এলাকার আরিফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে টিউবওয়েল মিস্ত্রির কাজ করতেন। এলাকাবাসীর খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই এলাকার বন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তার বুকের বাম পাশে একাধিক ধারালো অস্ত্রের রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে হত্যার পর মৃতদেহটি জঙ্গলে ফেলে রাখা হয়েছে।
COMMENTS