গাজীপুর সিটি করপোরেশনের মেয়র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে ইউনাইটেড হাসপাতালে দেখতে যান বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তিনি সেখানে যান বলে জানান চেয়ারপরসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন আহমেদ দিদার। এ সময় বিএনপি চেয়ারপারসন আহত মেয়রের চিকিৎসকের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়া হাসপাতালে উপস্থিত মেয়রের পরিবারের সদস্য ও স্বজনদের সান্ত্বনা দেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তিনি সেখানে যান বলে জানান চেয়ারপরসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন আহমেদ দিদার। এ সময় বিএনপি চেয়ারপারসন আহত মেয়রের চিকিৎসকের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়া হাসপাতালে উপস্থিত মেয়রের পরিবারের সদস্য ও স্বজনদের সান্ত্বনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন আহত মান্নানের স্ত্রী সাজেদা মান্নান, ছেলে এম মঞ্জুরুল করিম রনি, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, শাম্মী আক্তার এমপি, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলামীন ডিউ প্রমুখ।।
উল্লেখ্য, গত মঙ্গলবার শিববাড়িতে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সিটি মেয়র অধ্যাপক মান্নান আহত হন। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
COMMENTS