দেশের
প্রথম মেট্রো রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।মেট্রো রেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার গাজীপুরে ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) উন্নয়ন প্রকল্পের আওতায় এমআরটি লাইন-৬ শীর্ষক এই মেট্রো রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার গাজীপুরে ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) উন্নয়ন প্রকল্পের আওতায় এমআরটি লাইন-৬ শীর্ষক এই মেট্রো রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
সরকারি
বার্তা সংস্থা- বাসস জানায়, ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই এমআরটি লাইন-৬
উত্তরা তৃতীয় ফেজ থেকে পল্লবী রোকেয়া সরণির পশ্চিম দিক এবং ফার্মগেট, হোটেল
সোনারগাঁও, রূপসী বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, দোয়েল চত্বর, তোপখানা
রোড হয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত নির্মিত হবে।
২১ হাজার ৯৮৫ কোটি ৭ লাখ টাকা ব্যায়ে এই প্রকল্প সম্পন্ন হবে ২০২২ সালের মধ্যে।
এর
মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) দেবে ১৬ হাজার ৫৯৪
কোটি ৫৯ লাখ টাকা। অবশিষ্ট ৫ হাজার ৩৯০ কোটি ৪৮ লাখ টাকা বাংলাদেশ সরকারের
নিজস্ব উৎস থেকে যোগান দেয়া হবে।
প্রকল্প বাস্তবায়নে চলতি বছরে ২০ ফেব্রুয়ারি জাইকার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
পরিকল্পনা বিভাগের তথ্যানুযায়ী, তিন পর্যায়ে এই রেলপথ নির্মিত হবে।
পল্লবী
থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত ১১ কিলোমিটারের রুটের নির্মাণ কাজ শেষ হবে
২০১৯ সালে, সোনারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ৪ দশমিক ৪ কিলোমিটার
২০২০ এবং উত্তরা থেকে পল্লবী পর্যন্ত অবশিষ্ট ৪ দশমিক ৭ কিলোমিটারের
নির্মাণ সম্পন্ন হবে ২০২২ সালের মধ্যে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে মেট্রো রেলে প্রতি ঘণ্টায় ৬০ থেকে ৭০ হাজার যাত্রী চলাচল করতে পারবে।
যোগাযোগ
মন্ত্রণালয়ের আওতায় ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এই
প্রকল্প বাস্তবায়ন করবে। পরিচালনা করবে ঢাকা মাস ট্রানটিজ কোম্পানি
(ডিএমটিসি)।
COMMENTS