তারকাদের নিয়ে অপপ্রচার নতুন কিছু নয়। এবার সে অপপ্রচারের শিকার হলেন হালের জনপ্রিয় টিভি তারকা তিশা। গত কয়েকদিন ধরেই পরিকল্পিতভাবে তার নামে ফেসবুকে অপপ্রচার ছড়াচ্ছে একটি মহল। ফেসবুকে কুরুচিপূর্ন পেজ খুলে তা দিয়েই প্রচার করা হচ্ছে তার নামে নানা অশ্লীল তথ্য।নাম প্রকাশ অযোগ্য একটি ফেসবুক পেজ থেকে প্রচার করা হচ্ছে, এবার বের হয়েছে তিশার সেক্স স্ক্যান্ডাল।
আর তার সঙ্গে নাকি যে পুরুষটিকে দেখা যাচ্ছে তিনি নাট্য নির্মাতা শিহাব শাহীন। পেজটি থেকে এও বলা হচ্ছে, ভিডিওটিতে স্পষ্টভাবে তিশার চেহারা বোঝা যাচ্ছে।
![]() |
এ ছবিটিতে প্রকৃত মেয়েটির মুখ স্পষ্ট যা প্রমাণ করে তিশার নামে চালিয়ে দেওয়া ছবিটি মিথ্যা |
অভিনেত্রী তিশার ভিডিও সবার হাতে হাতে কথাটি বলা হলেও ভিডিওটি কিন্তু আপনি কখনোই খুঁজে পাবেন না। তাদের সেইসব পেজ থেকে ব্যবহার করা হচ্ছে একটি বিভ্রান্তকর ছবি, যা হঠাৎ করে আপনাকে বিভ্রান্ত করতে পারে। তবে, অনুসন্ধানে বেড়িয়ে এসেছে তিশার নামে চালিয়ে দেওয়া সেই ছবিটি আসলে তিশার নয়, এটি আসলে একটি ভারতীয় মেয়ের ছবি। তিশার নামে যে ছবিটি প্রচার করা হচ্ছে সেখানে তিশার মুখ স্পষ্ট দেখা যাবে না, যা আপনাকে ক্ষনিকের জন্য বিভ্রান্ত করতে পারে।
![]() |
এ ছবিটিতে প্রকৃত মেয়েটির মুখ স্পষ্ট যা প্রমাণ করে তিশার নামে চালিয়ে দেওয়া ছবিটি মিথ্যা |
একজন বিখ্যাত অভিনেত্রীর নামে এমন অপপ্রচার গোটা মিডিয়া জগতের জন্য হুমকি এবং অপমান জনক বলে মন্তব্য করছেন পাঠক সমাজ। সাথে সাথে দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহন করা উচিত বলে মনে করছেন সবাই।
COMMENTS