গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন থেকে গাজীপুর-৩ আসনে প্রচার প্রচারনা চালিয়ে আসছিলেন। এবার তিনি ৯৯ ভাগ আশাবাদী ছিলেন দলীয় মনোনয়নের। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
শুক্রবার গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসাবে পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান এমপি আলহাজ্ব এড. রহমত আলীর নাম ঘোষনা করায় শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং উপস্থিত সাংবাদিকদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করবেন বলে ঘোষনা দেন।
তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, শ্রীপুর আমার ঠিকানা, জননেত্রী শেখ হাসিনা আমার নেত্রী, তার আদর্শের আলোকে ভূমি দস্যু, ব্যাংক লুটেরা, চাঁদাবাজ, সন্ত্রাসী, সরকারী অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে দূর্বার আন্দোলনের মাধ্যমে একটি সুন্দর শ্রীপুর গড়ে তোলাই আমার নির্বাচনের উদ্দেশ্যে। তিনি বলেন, যিনি মোস্তাকের গলায় উল্লাসের মধ্যে মালা পরিয়েছেন তার সাথেই হবে আমার মোকাবেলা। বঙ্গবন্ধুর খুনিদের দোসরদের সাথে আমার কোন আপোষ নাই।
COMMENTS