নিজের কোন নগ্ন ভিডিও নেই বলে জানালেন কন্ঠশিল্পী আঁখি আলমগীর। সাংবাদিকদের সাথে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, ‘কিছু মিডিয়া আমার নগ্ন ভিডিও নিয়ে অপপ্রচার করছে। আসলে এমন কোন ভিডিও আমার নেই। আমার জনপ্রিয়তাকে পুঁজি করেই তারা ফাঁয়দা লুটতে চাইছে। আমি এসবে পাত্তা দেই না।’

এ খবরের কোন প্রতিবাদ জানানো হয়েছে কিনা প্রশ্নের জবাবে আঁখি বলেন, যে জিনিস মিথ্যে, ভিত্তিহীন তার আবার প্রতিবাদ কি?
এর আগে আঁখি আলমগীরের ১৮ মিনিটের নগ্ন ভিডিও নিয়ে ক’দিন ধরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়ে আসছিল। এরপরই এ নিয়ে মুখ খুললেন আঁখি।
COMMENTS