গাজীপুর মহানগরের বাসন এলাকা থেকে একটি পিস্তল ও গুলিসহ তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃতরা হলেন ইমরান (২৭), আজিজুল হাকিম রকি (১৮) ও রনি (২৮)।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান রিপন জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাসন তৈজুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র খায়রুল ইসলাম তন্ময়কে স্কুলে ঢুকে মারধর করে আজিজুল হাকিম রকি। পরে তন্ময় বিষয়টি বাড়িতে জানালে তার অভিভাবকরা স্কুলের শিক্ষকদের জানান।
খবর পেয়ে আজিজুল হাকিম রকি তার কয়েক সহযোগী নিয়ে স্কুলে গিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি করে। এ সময় স্কুলের ছাত্ররা এবং এলাকাবাসী ওই তিন জনকে পিস্তলসহ আটক করে পুলিশে সোপর্দ করে। বাকিরা পালিয়ে যায়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান জানান, আটককৃতরা ওই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
COMMENTS