গাজীপুরে পৃথক স্থানে অভিযান চালিয়ে এগারশ’ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর সার্কেল। এর মধ্যে একজন নারী রয়েছেন।
শনিবার সন্ধ্যায় গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভবানীপুর ও দিঘীরচালা এবং শ্রীপুর থানাধীন গজারিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শ্রীপুর থানার রাজাবাড়ী ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আলম মোড়ল (৩৮), জয়দেবপুর থানার ভবানীপুর গ্রামের হাজী মোহাম্মদ আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৪৫) ও দিঘীরচালা গ্রামের আবুল কাশেমের মেয়ে মর্জিনা আক্তার (২২)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর সার্কেলের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
COMMENTS