চারলেনে উন্নীতকরণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সেনাপ্রধান। ১৯ মার্চ বুধবার দুপুরে সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা থেকে নয়নপুর পর্যন্ত মহা সড়কের চার লেন কার্যক্রম ও মাওনা চৌরাস্তায় ওভার ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।
বেলা ১২ টায় সেনা প্রধান হেলিকপ্টার যোগে উপজেলার এমসি বাজার এলাকায় এসে পৌঁছলে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার আজীজ হায়দার ভূইয়া তাঁকে স্বাগত জানান। জেনারেল করিম শ্রীপুরের ইউএনও, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সেনা ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যদের সাথে নিয়ে সেনা বাহিনীর তত্ত্বাবধানে নির্মিত উক্ত মহা-সড়কটির নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
COMMENTS