ডেস্ক নিউজ: পবিত্র ওমরা হজ পালন করতে গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন এই সময়ের আলোচিত জুটি অনন্ত জলিল ও বর্ষা। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁদের একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে এই জুটিকে। বর্ষা আগাগোড়া বোরখায় আবৃত, অনন্ত জলিলের পরনে সাদা পাঞ্জাবী। দুজনের হাতেই তসবি।
এমন বেশে ছবি নিয়ে ভক্তদের মাঝে শুরু হয়েছে বেশ আলোচনা-সমালোচনা। কেউ বলছেন এটা স্রেফ একটা পাবলিসিটি কৌশল, নতুবা পবিত্র ওমরা পালনে গিয়ে কেউ ছবি তোলে? আবার অনেকেই বলছেন যে, হয়তো কোনো ভক্ত তাঁদের এই ছবিটি তুলেছে আর ছড়িয়ে দিয়েছে ফেসবুকে। এই নিয়েই আপাতত চলছে যুক্তি তর্ক।
তবে ব্যাপার যাই হোক না কেন, শুনতে পাওয়া গিয়েছে যে দেশে ফিরে এসেছে এই দুই আলোচিত তারকা। (সংবাদটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।) এখন থেকে তারা আবার নিজেদের কাজে মনযোগী হবে। তাঁদের জন্য অনেক শুভকামনা।
COMMENTS