বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী ন্যাশনাল পেমেন্ট সুইচে যুক্ত ৭টি ব্যাংকের গ্রাহকরা সংশ্লিষ্ট অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। এ ক্ষেত্রে টাকা তোলার সময় প্রতিবার তাদের সার্ভিস চার্জ ১০ টাকা করে দিতে হবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে। এসব ব্যাংকের জন্যই আগামী ১ এপ্রিল থেকে নতুন এ নিয়ম প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রাহক যে ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলবেন, সেই ব্যাংক পাবে ২০ টাকা। এর মধ্যে কার্ডধারীর কাছ থেকে নেয়া যাবে সর্বোচ্চ ১০ টাকা। বাকি ১০ টাকা দেবে কার্ড ইস্যুকারী ব্যাংক।
বিশ্বব্যাংকের অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের অংশ হিসেবে ২০১২ সালের ২৭ ডিসেম্বর ‘ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ’ (এনপিএসবি) চালু করে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি এতে যুক্ত ৭টি ব্যাংক হলো- ডাচ-বাংলা, ব্র্যাক, পূবালী, প্রাইম, সাউথ-ইস্ট, ইসলামী ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
পেমেন্ট সুইচে যুক্ত এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে ব্যালান্স জানলে বা মিনি স্টেটমেন্ট নিলে প্রতি বার ৫ টাকা করে চার্জ দিতে হবে, যার পুরোটাই গ্রাহকের পকেট থেকে নেয়া হবে।
অবশ্য কার্ড ইস্যুকারী ব্যাংক চাইলে গ্রাহকের সব ধরনের চার্জ নিজেরাই মিটিয়ে দিতে পরে বলেও বাংলাদেশ ব্যাংকের সার্কলারে বলা হয়।
সারাদেশে এই সুইচে যুক্ত ব্যাংকগুলোর ৫ হাজারের মতো এটিএম বুথ রয়েছে। এর মধ্যে কেবল ডাচ বাংলা ব্যাংকেরই আছে আড়াই হাজার বুথ।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের কর্মকর্তারা জানান, কোনো কোনো ব্যাংক গ্রাহকদের ঢালাওভাবে এটিএম কার্ড দিলেও সেই অনুপাতে এটিএম বুথ চালু করছে না। অন্যদিকে যেসব ব্যাংকের বেশি এটিএম বুথ রয়েছে, তাদের ব্যবস্থাপনার পেছনে বড় অংকের অর্থ ব্যয় করতে হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, “বাণিজ্যিক ব্যাংকের এটিএম বুথ স্থাপন, পরিচালনা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বুথগুলোতে সার্বক্ষণিক নগদ অর্থ সংরক্ষণে আর্থিক সংশ্লেষ রয়েছে। অন্য ব্যাংকের গ্রাহকদের এ সব সেবা দিতে হলে এটিএম বুথ স্থাপনকারী ব্যাংকগুলোর ব্যয় বেড়ে যায়।
“এ প্রেক্ষাপটে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে টাকা তুললে এবং অন্যান্য সেবা নিলে ন্যূনতম চার্জ আরোপ আবশ্যক হয়ে পড়েছে। আরোপিত চার্জ ন্যাশনাল পেমেন্ট সুইচে অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে অধিক সংখ্যক বুথ স্থাপনে উদ্বুদ্ধ করবে।”
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের কর্মকর্তারা জানান, সব ব্যাংককেই এ সুইচে যুক্ত হতে বলা হয়েছে। তবে সবার নিজস্ব সুইচ না থাকায় এখনই তা সম্ভব হচ্ছে না। এজন্য ব্যাংকগুলো ২০১৫ সাল পর্যন্ত সময় চেয়েছে।
এটিএম সেবাদানকারী অধিকাংশ ব্যাংক এই সুইচে যুক্ত হয়ে গেলে গ্রাহকরা প্রতিবার ১০ টাকা চার্জেই যে কোনো ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন।
দেশে এটিএম কার্ডধারী ব্যাংক গ্রাহকের সংখ্যা ৮০ লাখের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের সুইচের বাইরে থাকা ব্যাংকগুলো তৃতীয় পক্ষের মাধ্যমে আন্তঃব্যাংক বুথ লেনদেনের সুযোগ দিলেও কোনো ক্ষেত্রে প্রতি উত্তোলনে ৭০ টাকা পর্যন্ত চার্জ আদায় করা হয়।
COMMENTS