বাসস : বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম পার্ক। মানুষের চিত্তবিনোদনের এক দর্শনীয় চমকপ্রদ স্থান।
শুক্রবার গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের দ্বিতীয় তলায় ময়ূরী বিশ্রামগার উদ্ধোধনকালে তিনি এ কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, প্রধান বন সংরক্ষক মোঃ ইউনূছ আলী, গাজীপুর জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ড: তপন কুমারদে, এসসিএম আবু সালেক প্রধান প্রমুখ।
বন ও পরিবেশ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে দেশী ও বিদেশী বন্য প্রাণীর বংশ বৃদ্ধি ও অবাধ বিচরণের সুযোগ সৃষ্টি করা হয়েছে, যাতে পর্যটকরা চলমান যানবাহনে বা পায়ে হেটে অনেক কিছু শিক্ষা, গবেষণা, চিত্তবিনোদনের সুযোগ লাভ করবেন। তিনি বলেন, সাফারী পার্কের ধারণা ঢাকার চিড়িয়াখানা থেকে ভিন্নতর।
পরে মন্ত্রী বন ও পরিবেশ অধিদপ্তরের বিসিএস কর্মকর্তাদের বার্ষিক বনভোজন সভায় যোগদান করেন। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের বিভিন্ন পশু-পাখির দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
COMMENTS