ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ ছিল বাংলাদেশ দলের সামনে। উল্টো ভ্ক্ত-সমর্থকদের ভয়ঙ্কর ব্যাটিং ধস দেখালেন বাংলাদেশ তারকারা।
টি-২০ হংকংয়ের বিপক্ষে ব্যাট করতে নেমে ১০৮ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। মোকাবেলা করেছে ১৬.৩ ওভার। প্রথম ওভারে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিক বাংলাদেশ। দলীয় রান তখন মাত্র তিন। তানভীর আফজালের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে ওপেনার তামিম এবং ষষ্ঠ বলে ওয়ানডাউনে নামা সাব্বির রহমান আউট হন। কোনো রান না করা তামিম সরাসরি বোল্ড হন। সাব্বির রহমান ২ রান করে এলবিডব্লিউ’র ফাঁদে পা দেন।
এরপর সাকিব, এনামুল ও অধিনায়ক মুশফিকুর রহিমের দৃঢ়তায় স্কোরবোর্ড সচল রাখে বাংলাদেশ। এনামুল করেন ২৬ রান। দলীয় ৮৫ রানে সাকিবের বিদায়ের মধ্য দিয়ে আবারো বিপর্যয় শুরু হয় স্বাগতিক শিবিরে। সাকিব আউট হন ৩৪ রানে। দলীয় রান তখন ৮৫/৪।
এ অবস্থায় ২৩ রান তুলতেই বাংলাদেশের বাকি ছয় উইকেটের পতন ঘটলে ১০৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
দলের এ অবস্থায় ক্রিজে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব-এনামুল জুটি ৬ ওভার মোকাবেলায় ৪৮ রানের পার্টনারশিপ গড়ে বিচ্ছিন্ন হন। হংকং স্পিনার নাদিম আহমদের প্রথম ওভারের শেষ বলে বোল্ড হন এনামুল। ১৭ বলে তিন চার ও এক ছক্কায় ২৬ রান করেন এনামুল।
মুশফিকুর রহিম করেন ২৩ রান। হংকং বোলারদের দাপুটে বোলিংয়ে বাংলাদেশের তিন ব্যাটসম্যান ফরহাদ রেজা, আবদুর রাজ্জাক ও রুবেল হোসেন রানের খাতা পর্যন্ত খুলতে পারেননি। নাসির হোসেন ১৪ রানে অপরাজিত থাকেন।
বাঁ-হাতি স্পিনার নাদিম আহমেদ একাই শিকার করেন চার উইকেট। এছাড়া নিজাকাত খান তিনটি, তানভীর আফজাল দু’টি এবং ইরফান আহমেদ নেন এক উইকেট।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজা ইনজুরির কারণে একাদশে জায়গা পাননি। তার বদলে সুযোগ পেয়েছে পেসার রুবেল হোসেন।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, ফরহাদ রেজা, আল আমিন হোসেন, আব্দুর রাজ্জাক ও রুবেল হোসেন।
হংকং দল: ওয়াকাস বরকত, ইরফান আহমেদ, জে জে আতকিনসন (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, বাবর হায়াত, নিজাকাত খান, মুনির ধর, তানভীর আফজল, হাসিব আমজাদ, নাদিম আহমেদ, এহসান নওয়াজ।
COMMENTS