বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে বুধবার থেকে শুরু হচ্ছে আউশ ও আমন ধান আবাদ বিষয়ক স্ট্র্যাটেজিক কর্মশালা।
গাজীপুরে ব্রি মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধন করবেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এস এম নাজমুল ইসলাম।
বিএআরসি, ডিএই, ইরিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও কৃষকসহ তিন শতাধিক মানুষ এতে যোগ দেবেন।
কর্মশালায় স্বাগত বক্তৃতা ও মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. শাহজাহান কবীর।
ব্রির মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি থাকবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হানিফ মিয়া, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. কামাল উদ্দিন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. জহির উদ্দিন আহমেদ।
COMMENTS