গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগের ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গটিত হয়েছে। গতকাল রোববার সকালে গাজীপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ কামালের যৌথ স্বাক্ষরের মাধ্যমে এ কমিটির অগ্রযাত্রা শুরু করে।
নতুন কমিটির সভাপতি পদে নাজমুল আলম জুয়েল, সহ- সভাপতি শরীফ হোসাইন, সাধারণ সম্পাদক শেখ লোকমান হোসেন, জয়েন্ট সেক্রেটারী মো: শরীফুল হক, সাংগঠনিক সম্পাদক তারেক হাসান নির্বাচিত হয়েছেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট রহমত আলী এমপি এবং জেলা ছাত্রলীগ সদর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আদর্শে সংগঠন পরিচালনা করার আহ্বান জানান।
COMMENTS