মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি “গার্লস এডুকেশন: এন ইফেক্টিভ টুল ফর এমপাওয়ারমেন্ট” শীর্ষক সাইড ইভেন্টে বক্তব্যকালে বাংলাদেশে বর্তমানে শেখ হাসিনা সরকারের নারী উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, নারী শিক্ষার অগ্রগতিতে বাংলাদেশ আজ রোল মডেল হিসাবে কাজ করছে। এই প্রসঙ্গে তিনি সরকারের বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরেন।
তিনি বলেন, নারী শিক্ষা ও তাদের কাজের ক্ষেত্র প্রসারে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী পথ প্রদর্শক।
১৯ শে মার্চ যুক্তরাষ্ট্রে বুধবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এই ইভেন্ট অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই আলোচনায় অংশ নেন। এতে স্বাগত বক্তৃতা করেন এবং মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ মিশনের মান্যবর স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন।
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি নারী উন্নয়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বলেন, বর্তমান সরকার মেয়েদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা, তাদের শিক্ষা বৃত্তি প্রদান করা, তাদের কারিগরি শিক্ষার জন্য নার্সিং ও পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা, উচ্চ শিক্ষার জন্য ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’ প্রতিষ্ঠা করা, অবহেলিত নারীদের সামাজিক নিরাপত্তা বেস্টনীর মধ্যে আনা এবং কর্মমুখী নারীদের ভাতা পুরুষের সমান পর্যায়ে নিয়ে আসাসহ বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি প্রাথমিক বিদ্যালয় থেকে মেয়ে শিশুদের ঝরে পড়ার হার হ্রাস পাওয়ার কথা বলেন।
অনুষ্ঠানে ইউএন ওমেন-এর গোল্ডেন তারকজ, গ্লোবাল এডুকেশন ফার্স্ট ইনেসিয়েটিভ (জিইএফআই) এর ভিবেক জেনসেন, ইউনিসেফ প্রতিনিধি ও ব্র্যাক এর শেপা হাফিজা প্যানালিস্ট হিসাবে বক্তৃতা করেন। তারা প্রত্যেকে বাংলাদেশে নারী উন্নয়নের ভূয়শী প্রসংসা করেন এবং মনে করেন বাংলাদেশ বিশ্বে নারী উন্নয়নের পথ-প্রদর্শকের ভূমিকা পালন করতে পারে।
আলোচনা শেষে প্রধান অতিথি ও প্যানেলিস্টরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
COMMENTS